Gallery

A visual journey capturing Mahidur Rahman's active participation in Bangladesh Nationalist Party (BNP) programs and events. These photos reflect his dedication, presence, and leadership across various political activities, meetings, and public movements

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডা:খন্দকার মোশাররফ হোসেন ভাইয়ের সাথে লন্ডনে দেখা করি তখন আমার সাথে ছিলো আমার ভাগ্না সাউথ লন্ডন বিএনপি নেতা বিসমিল্লাহ ইউ কে চ্যারাটির চেয়ারম্যান ফয়সল আহমেদ আখন্দ।

আমার আমন্ত্রণে বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ সকল নেতাকর্মীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একদফা দাবী আদায়ের আন্দোলনে ২৪ এ সংঘটিত জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করছি। জুলাইয়ে শহীদদের আত্মদান আমাদের এনে দিয়েছে বৈষম্যহীন নতুন সম্ভাবনার বাংলাদেশ।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দক্ষিণ কলিমাবাদ নিবাসী রাতিব উল্লাহ সাহেবের তৃতীয় ছেলে ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সকলের পরিচিত মুখ জনাব আঃ রহিম ভাই ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করিয়াছেন। মহান আল্লাহ যেনো উনাকে জান্নাত বাসি করেন আমিন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানাচ্ছি । জানাজার নামাজের সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) পরিদর্শন করি। পরিদর্শন শেষ হলরুমে উপ-উপাচার্য ও উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সাজেদুল করিমের সাথে মতবিনিময় সভায় মিলিত হই। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম আকরামের ভাস্কর্য তৈরির কারিগর দলের নেতাকর্মীরা আজ বুধবার ঢাকার একটি হোটেলে কৌশল বিনিময় করেন। এ সময় সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মৌলভীবাজারের গর্ব মাটি ও মানুষের নেতা বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা,কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান আজ সিলেট বিমান বন্দরে ছোট ভাই হারুনকে যুক্তরাজ্য বিদায় দিতে গিয়ে দেখা হয় বিএনপি নেতাদের সাথে।

সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনারের পরিবারের খোঁজ খবর নিলেন মৌলভীবাজারের মাটি ও মানুষের নেতা বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এ সাবেক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সফল সভাপতি মাহিদুর রহমান। এ সময় সাথে ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)মিফতাহ্ সিদ্দিকী ও বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ ম অহিদ আহমদ। আজ শনিবার সন্ধ্যায় দিনারের বাবা ডা. মঈন উদ্দিন আহমদ, মা পারভিন আহমদ, দিনারের ভাই ইশফাক আহমদ বোন তাহসিন শারমিন তামান্না ও খালাতো ভাই তামিম ইয়াহইয়া সহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা এ সময় উপস্থিত ছিলেন।

সিলেট গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী হাজীপুর লামাপাড়া বায়তুল মাহমুদ এ ঈদ পুর্নমিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স এডভাইজারী কমিটির সিনিয়র সদস্য আ ম অহিদ আহমদ এর আমন্ত্রণে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এ সাবেক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক তিনবারের সফল সভাপতি মাহিদুর রহমান, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ড. মোঃ এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান অতিথি বলেন, আমরা বারবার বলেছি, তারেক রহমান আমাদের বলেছেন, জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। সবাই ঐক্য হয়ে কাজ করুন। এছাড়াও উপজেলার সকল নেতাকর্মী সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা, সাবেক কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান এর স্বদেশ আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে সিলেট শাহপরান গেইট এলাকায় একটি হল রুমে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা গোলাপগঞ্জ বাসীর গর্ব অহিদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ ও যুক্তরাজ্য সরকারের ডেপুটি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিন আহমদ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর মিয়ার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী ও সাংবাদিক সহ সুশীল সমাজের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।